অসম সাহসী যুবনেতা হিসেবে আবির্ভূত হয় শেখ মুজিব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-১৮)
প্রকাশিত : ১৯:১৬, ১৩ মার্চ ২০২৩ | আপডেট: ১৯:১৭, ১৩ মার্চ ২০২৩
১৫০ নম্বর মোগলটুলির ওয়ার্কাস ক্যাম্প ছিল প্রগতিশীল ছাত্র-যুবক ও রাজনৈতিককর্মীদের মিলনমেলা। ওয়ার্কাস ক্যাম্পের কর্মীরা পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ করে তা তুলে ধরেন জাতির সামনে। বাংলা ভাষার দাবিতে ক্রমশ: সোচ্চার হন ছাত্র-জনতা। যাঁদের নিয়মিত জমায়েত হতো মোগলটুলির ওয়ার্কাস ক্যাম্পে। বাংলাকে রাষ্ট্রভাষা করার কর্মপরিকল্পনা হতো বিভিন্ন বৈঠকে।
বাংলা ভাষা আন্দোলনে যাঁরা যুক্ত ছিলেন তাঁদের অনেকেই যাতায়াত করেতেন পুরান ঢাকার ক্যাম্পে। শেখ মুজিবুর রহমান, শওকত আলী, কামরুদ্দিন আহমদসহ আরও অনেকেই ছিলেন এই ক্যাম্পের প্রাণশক্তি। এক কথায় বলা যায়, সাতচল্লিশে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর ১৫০ মোগলটুলি ছিল বিরোধী রাজনীতিকদের আশ্রমবাড়ি। কোলকাতা থেকে এসে শেখ মুজিব, জহিরউদ্দিন, নাঈমুদ্দিনের মতো নেতারা মোগলটুলিতে জমায়েত হয়েছিলেন প্রথম দিকে।
১৯৪৮ সালের ১৭ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পূর্বপাকিস্তান মুসলিম ছাত্রলীগের আহ্বানে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাঈমুদ্দিন আহমদ। অংশ নেন শেখ মুজিব ছাড়াও আরও অনেক নেতা-কর্মী। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘটের সিদ্ধান্ত হয় ঐদিন। অভূতপুর্ব সফল হয়েছিল সে ধর্মঘট। মুজিব প্রত্যয়দীপ্ত অসম সাহসী এক যুবনেতা হিসেবে আবির্ভূত হন সবার সামনে।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com